কবিতাঃ দুটি কবিতা – শুভদীপ ব্যানার্জী (কলকাতা)

১) মাপকাঠি


যদি প্রশ্নতে উপেক্ষা পাও খালি,তবে আরো মাখো রাস্তার ধুলোবালি।
যদি সওয়ালের পিঠে তেতো কথা আসে,শান দেওয়া কিছু বাকি আছে বিশ্বাসে –
যদি জিজ্ঞাসা করলে ধমক মেলে,জেনে রাখো.. শুধু দরজা অব্দি এলে!
যদি প্রশ্নের জবাবে কপালে লাঠিসার্থক তুমি। তোমার পুরোটা খাঁটি।
———————————————-

২) অতৃপ্তি বিলাস 

তোমার নিজস্ব উদ্যানটি আজ অতি সুরম্য, 

ভারি ফুলেল …..

অঢেল রৌদ্রে চারিদিক ঝলমল করছে।

প্রায় বুজে আসা মন-সায়রটি, এখন বেশ পরিষ্কার দর্পণস্বচ্ছ 

সেখানে দিব্যি সাঁতার কাটছে

কোত্থেকে উড়ে আসা তিনটি তিরতিরে রাজহাঁস ।

কত অযুতকাল শব্দ নির্মাণের পরেও 

এমন নিষ্কলুষ খোয়াব-খামার ক’জনই বা পায়?

তুমি এখানে বসতে পারো সুস্থির,

দূরাগত সুখকে ভাসাতে পারো প্রমোদ তরীতে ….

অথবা, অতল ঘুমে… ইচ্ছেমত ছুঁতে পারো নিবিড় প্রশান্তি ।

তবু, হতভাগ্য কবিবন্ধু, তোমায় এরপরেও খুব চিন্তিত লাগে…..

চন্দ্রাহতের মত শুধু বিড়বিড় কর:

“নিজের বাগান, প্রিয় বাগান আমার…

একটুও অপূর্ণতা নেই কেন?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *