রাশি রাশি তুলোট সুবাস
মাঝে মাঝে ভাবনায় ছেদ পড়ে
ছেদ পড়ে তোমার আকাশি পাড়ের শাড়িতে
মনে হয় আকাশের তাবৎ নিল জড়ো হয়ে
মেতে ওঠে প্রেমের মোহনীয় আবেশে—
কাশবনে ঝোপে ঝোপে থোকা থোকা
ফুলেল সম্ভাষণ ঝিঁঝির একটানা ডাকে
ফিরে আসে ডাহুকীর বিরহিণী আহাজারি
তবুও তো সেই ভালো একা একা ফেরি করি
কাশের বহর— টেনে আনি রাশি রাশি তুলোট সুবাস
কবিতাঃ রাশি রাশি তুলোট সুবাস – আনোয়ার কামাল (ঢাকা)
