কবিতাঃ ভগ্নাংশ – সৌমিত্র ঘোষ

ভগ্নাংশ


খোলা চুল আর শিউলির টানে
ফেরে মন সেই জোয়ারের বানে l
খেলাঘর বাঁধা বাঁধা খেলা, আর
কচুপাতার থালা l
অবোধ মনের প্রশ্বাস, নীল আকাশ,
যেন ঋতুর কোলাজ !
শারদ দিগন্তে ধার্মিক বজ্রাঘাত,
খেলাঘর খান খান, এপার ওপার
আর হাহুতাশ l
তোর বাস ওপাশ,
আমার শ্বাস এপাশ l
ফেরে শরত অভ্যাসে, বিবর্ণ ক্যানভাসে-
খেলাঘর ভেঙে গেছে ধার্মিক উপহাসে l
তবু আজ,
খুঁজি খেলাঘর আর শারদ কোলাজ,
তোর খোলা আকাশে সুরভিত নিশ্বাস l
যা বাকি রয়ে গেছে শেষ তুলির টানে l

3 thoughts on “কবিতাঃ ভগ্নাংশ – সৌমিত্র ঘোষ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *