সং সাজা হল সার
কাগজে কলমে আমি রণচণ্ডীর স্বামী,
চার দেয়ালেতে যেন লাজুক আসামী।
দশমাসের ট্যাঁ’খানি মোর কোলে ফেলে,
মহিলা সমিতিতে ঘ্যামসে গেলেন চলে।
জ্বালাময়ী ভাষণেতে হেব্বি নামযে তাঁর,
বাহির সামলানতিনি,ফেলে নিজসংসার
সব কাজ করি আমি,মুখে কুলুপ এঁটে,
ফুসলে কিছু বল্লেই কপালে মারজোটে।
‘লিও’ যে রাশি আমার,প্রকৃতই লায়ন,
অফিসে সিংহ আমি,ঘরে দুর্গার বাহন!
বউ-ছা নিয়ে ঘর করি দুঃখ চেপে মনে,
থুতু গিলে ভালোথাকি এ সুখীগৃহকোণে,,,,,,!!!!
বেশ মজা পেলাম পড়ে।