মৃত্যুর দিকে আলো
মৃত্যুর দিকে আছে একটি অশান্ত ময়ূর এবং
একটি পালতোলা জাহাজ। আমরা, কী নিবিড়ভাবে চলেছি তার দিকে!
আনন্দ হচ্ছে ,
যতোই এগিয়ে আসছে শরৎকাল,
যতোই এগিয়ে আসে শনিবার,
আনন্দে আত্মহারা হয়ে উঠি!
আগের বুধবার, এসব ভেবেছিলাম।
গতকালও ছিলো, একটি বুধবার।
আমার সময়ঘড়িটার বয়েস বেড়ে গেছে, এক সপ্তাহ ঠিক।
এক সপ্তাহের চাকাটা, তোমারও ঘুরে গেছে, ঠিক এক সপ্তাহ।
গত শনিবারের চুমু, আজো বাঁচিয়ে রেখেছি ,
অন্য কাউকে দিইনি ঠোঁট।
জীবন পড়ে আছে, বিগত সময়ের নাভিবৃত্তে।
যাবতীয় প্রেম ও হতাশা ছুঁয়ে আছে আমাকে এখন,
তুমি ও তুমিহীন আজ এখানেই।
গতকালটাকে, ছুঁতে পারিনা।
সেও পারেনা ছুঁতে, আমাকে।
অথচ, গতকালের পাশে পড়ে আছে- জীবন।
মৃত্যুর দিকে, বাস্তবে কিছুই নেই। তবু মৃত্যুর
দিকে এগিয়ে চলেছি।
Asadharon bro
প্রতিদিন মৃত্যু হয়। পাশাপাশি হয় জন্মও।
কি সুন্দর! অপূর্ব!