তুমি কে হে?
ক্লান্তি নেই ছল চাতুরির
ফন্দি ফিকির সারাক্ষণ
প্রজাপতির ডানায় উড়ান
মধুর আড়ালে রয় মরণ;
ঘিনঘিনে আঁধার মেখে
ভাবছো বুঝি জিতলে চাল
মন বিহীন এই খেলায়
কাটছ নিজের ধ্বংস খাল;
সময় চলে নিজের তালে
মানুষ হল কলের পুতুল
ভালো থাকার অজুহাতে
নিয়ম নীতি ভাসে জলে;
লাভ ক্ষতি, চাওয়া পাওয়া
তুমি কে হে হিসেব রাখো
প্রশ্ন চিহ্ন ঝুলিয়ে সমুখে
বৃথাই কেন পিছু ধাওয়া?
দিকে দিকে জাগছে কাশ
সাজে শরত, আসছে মা
উল্লাসেতে মাতে মেঘ
দিচ্ছে ঋতু সে আভাষ;
রাত প্রহরে জ্বলছে সবুজ
বাতাসে তখন নিষিদ্ধ ঘ্রাণ
চলবে সব সমান তালে
এমন শুধু ভাবে অবুঝ;
রতন দেখে ঈদের চাঁদ
আনোয়ার বাঁধে মেরাপ
খিদের কি থাকে ধর্মাধর্ম?
হিসেব কষো পেতে ফাঁদ;
সময় এসেছে সংশোধনের
আর দেরি নয়, শুধরে নাও।
খুব ভালো লাগলো। বড় সত্যি কথা লিখলে
“খিদের কি থাকে ধর্মাধর্ম “
চমৎকার। ” সময় এসেছে সংশোধনের/আর দেরি নয় শুধরে নাও।
খুব সুন্দর কবিতা…..ভালো লাগলো ।