আকাঙ্খা
রুবি মুখোপাধ্যায়
:
হাঁসের পালক ….কলমী র ..ঘ্রাণ…পাখির নীড়ে র মতো চোখ ..,…
আমিও খুঁজি বিস্ফারিত চোখে ….
ডুমুরের গাছে ,চাঁদের দোল খাওয়া র মাঝে ,
বিষাদের ছায়া ..আমিও দেখি …অগণিত বার !
উঠোনে খই এর ধানের মধ্যে শালিখের ব্যস্ততা দেখিনি কি আমি ?
দুচোখের মাঝে য়ে অনন্ত দূরত্বে র হাজারো প্রশ্ন ….
উত্তর আজো নিস্তব্ধতার আলোড়নে দোদুল্যমান ।
আগামীর কাছে বিশ্বের এই সঘন নক্ষত্র বিজড়িত ক্ষণ বড়ই দুর্লভ ।
সেই অঙ্কুরের প্রতিক্ষার মুহূর্ত গুনছে পৃথিবীর ,..,.আজ সেই মহীরুহর র স্বপ্ন র জাল বুনতে বুনতে …..
গাছের ছায়ার নিচে ছায়া মেখে বাঁচবার অভিলাষে .,.॥
আকাশে বাতাসে….. নিঃশ্বাস জমিয়ে রাখে
..,সে কে ??
অনন্তের ভাষা ,প্রাণের ভাষা আজো পড় তে পারে কে ..!.
দূরে নিকটে …আসে পাশে …,হৃদয় পাঁজরে ??
অমর হতে চেয়ে দুহাত পেতেছি বহুদিন অক্লেশে ….: ব্যর্থতা আঘাত হেনেছে অবলীলায় অবশেষে ॥
সুন্দর লিখেছেন।
ভাল লেগেছে।
খুব ভালো লাগলো।