নির্মাল্য সুন্দর ও স্বপ্ন
রাজেশকান্তি দাশ
বিবর্ণতা চিরকাল মলিন। তুমি ফিরতে পারো সৃষ্টি, সুন্দর ও স্বপ্নে,
এ তাপই রূপান্তর। এ ভস্মই উত্তরণ। রুপান্তর আর উত্তরণের
বিবর্তন খুঁজতে খুঁজতে মেঘের সংলাপে গোধূলি ভিজে। মাটির সিক্ততায়
দেখি, ফসলের বৈভবী ঢেউ– বেশ কিছুটা পরাবাস্তব– স্নিগ্ধ মুখ তার
নদীতে যৌবনবতী বানের মাঝে গ্রীষ্মস্য ব্রোঞ্জ ঠোঁটে জিরাতি কৃষক
বুনে শস্যের অনুপ্রাস আর উপমা। কোমল নতুন জীবন নিয়ে জীর্ণতা
আর দৈন্যের ঘরে আবিষ্কৃত হয় ধুপরং। জরাগ্রস্ততার ডাইরি বলি দেয়
বৈশাখ; বৃষ্টি ধুয়ে নেয় তার খোলস ও কংকাল। হীনমন্যতার রাফখাতা
আজ আমাদের মনসিজে হালখাতা। চর্বি মুক্ত বাঙালিয়ানার কোলাহল
বনের পাখির কাকলির মতো এ বৈশাখ কেবলই হোক সৃষ্টির উল্লাস
তুমিও আসো নির্মাণে নির্মাণে এ কবিতায়; নির্মাল্য এ সুন্দর ও স্বপ্নে।