গতিপথের রহস্য
কেতকী বসু
প্রবাহমান স্রোতে ভেসে যাওয়া আংটির রূপ দেখে
জলের ঢেউ বলে দিচ্ছে অজানা স্রোতের কথা
একটার পর একটা সরে যাচ্ছে অজানা রহস্য
গতিপথে হালকা রোদে শুকনো পাতা সাজিয়ে
নৌকার পালে হাওয়া লাগছে আরামে
অস্পস্ট কথারা স্রোতের কথা শুনে
ভেসে যাওয়া আংটির রূপ ভুলে
অতীত আর ভবিষ্যতের কল্পনা তৈরি করছে
এখনও অনেক জল জমা আছে নদীতে
ভাসমান অবাঞ্ছিত কণার অস্তিত্ব মুছে দিতে
স্রোতের বিপরীতে ঘটনা ঘটেছে
নিয়ম অনুযায়ী আগামীর পথে
আর শান্তির চাদর মেখে ভেসে যাচ্ছে দূরে
ভেসে থাকা কিছু পদ্মের দল
সময়ের সাথে ওরাও জানে ওম সুখের আবেশ-কে।