আমার তো অশ্রু নেই
প্রশান্ত ভট্টাচার্য
দীর্ঘমেয়াদী সফর শেষে ঝরনা নদী হয়। ঝিঁ ঝিঁ পোকার একঘেয়েমি কাটাতে পাখিদের কর্মশালায় ভোর হয়। প্রভাতে পথিক ডাক খেলাঘর ভাঙতে নেমেছে মনের ফুরসতে। শীতলিপিতে প্রতিশ্রুতি পেয়ে ডানার কম্পাঙ্কে কাটে জুজু হয়ে থাকার পাহাড়ি আতঙ্ক। অভিমানে দাহ্য হয় চেনা চিলঘর, বাসনার সাজানো বিপণি। ভবঘুরে বাঁশির সুরে হৃদ মোহনায় পদধ্বনি তুলে সাগরে ঝাঁপায়। আদরের ঘরবাড়িতে বেজে ওঠে মঙ্গলশঙ্খ। ধুম লেগেছে ঈশ্বরীর ভক্ত সমাগমে, বিক্ষত আপ্যায়নে। আমার তো অশ্রু নেই, কান্না শুধু আছে।