উন্মুক্ত হাট
সুনন্দ লস্কর
প্রদর্শনী – “জ্যান্ত মানুষের”
ফিরে ফিরে আসে রোজ
রাতেI
সারি সারি স্টল, সুদৃশ্য কাঁচের বাক্স
রঙ, বর্ণ, উচ্চতা,
বয়স, লিঙ্গ,অভিব্যক্তি,মেজাজ
অভাবনীয় প্রদর্শনI
খুঁটিয়ে খুঁটিয়ে নিরীক্ষণ
এক ঝাঁক কমবয়সী জলে ভেজা
উচ্ছল চোখI
চুল থেকে নখ
অতীতের কাদা মাটিতে লেপ্টে থাকা
ছাপোষা জীবন
উঠে আসে ব্যাকড্রপে-
কালোধোঁয়া একরাশ শিহরন…….
আসলে জীবন মানেই – পোড়া ভিটা
ঝুলতে থাকা কাঁটাতারে
উতবাস্তুর জীবন্ত এক লাশI