সতর্ক চেতনা
খগেশ্বর দাস
মানুষের কাছে নতুন মন, নত মাথা
বাতাসের উদারতা বুকে ভরে
কে তুলেছে নিথর নদীর গান
উল্টো পথে বন্দুকের নলে
ধর্মনিরপেক্ষতা আদতে খুশির বিষয় নয়।
গ্লানি ধুয়ে জোয়ারে কলুষ ভেসে যায়
সূর্য ডোবে জানলার সংকীর্ণ পরিসরে
আকাশে সতর্ক চাঁদ
খোলামেলা গ্রাম্য হাট
মায়া রাতের মগ্ন জোছনায়।
আলোর সমতা থেকে দূরে
নদীর ওপারে বাঁকে বাঁকে
কারা যেন পেতে রাখে ফাঁদ
প্রমাদ বচন গায় হর্ষ বাউলের পদাবলী।
সমস্ত অর্জন বাজি রেখে
তবে কী অনামি স্রোতে সতর্ক চেতনা বহমান।