কৃষকের দ্রোহ
গৌরীশঙ্কর দে
আর পারা যাচ্ছে না যে সইতে ধাষ্টামো,
সহ্যের সীমার ঊর্ধ্বে নাচছে স্বদেশ।
পদ্যে না লিখতে পারো গদ্যে লেখো ‘থামো’,
অনেক হয়েছে খুলে দাও ছদ্মবেশ।
সর্বাগ্রে প্রস্তুত করো নিজের বিবেক,
সর্বস্ব দিতে কি আছো নিজেই প্রস্তুত?
হৃদয়ে অরণ্য আছে, অরণ্যে নিষেক
করেছো সৈনিক চারা? তোমার অদ্ভুত
ডাকে ওরা লকলকে চেরা জিহ্বা মেলে
তোমার দু’পাশে এসে দাঁড়াবে যখন,
তোমার মস্তক লক্ষ্য করে নেমে এলে
আয়ুধ, ধারণ করবে ফসলের মন?
তোমাকে সুরক্ষা দেবে তোমারই ফসল,
একান্তে জানাই এও রণেরই কৌশল।