অভিজ্ঞান
প্রভঞ্জন ঘোষ
শ্বেতকণিকা ঘিরে যে অভিজ্ঞতা হলো
যে লাভ-
এক কণিকা জোছনা ঘিরে
হতো যদি ততোধিক স্বীয় অভিজ্ঞান
সদ্গতি হতো।
দেখা হলো,এই হল শেষ
খেলা হলো,এই খেলা শেষ;
দূরে-কাছে হাঁটা দিয়ে
গা-ময় ধুলো হোল,
ভৈরব গেয়ে গেয়ে
আবডালে গ্রীবা গেল!
এক কণিকা নীহার ঘিরে
হতো যদি কোষিকার কণাটুকু স্নান
উদগতি হতো।
শোনা হলো,এই হলো শেষ
নিঃশেষিত রেশ!
বাতি হলো,বাতিহীন হাট
ফাল্গুনে মাখা হলো ফুলরেণু ফাগ
অয়নের অবতলে
পলাশের নাল গেল;
বাকি টুকু কোরিডোর
রোদে ভেজা কার্ণিশ,
বাকিটুকু হরিতকী বনানীর উষ্ণীষ
অধোতল,মেরুময় বাকিটুকু
প্রহেলিকা বর্ণিল।
শেখা হলো-
চিকেটির বৃত্তটি জুড়ে
খুঁটি ধরে ঘোরা হোল,
ছোঁয়া হোল,জেতা হলো
হারা হোল বিপরীত চ্যাংদোলা হয়ে।
সম্মুখ বিস্তৃত আলোকের সিঁড়ি
সবারইতো তাই বটে
ঝোলাঝুলি নিয়ে হাঁটে।
লোহিত সাগর ঘিরে যে অভিজ্ঞতা হোল
যে জ্ঞান-
এক কণিকা নীলকান্ত ঘিরে
হোত যদি ততোধিক লীনের প্রয়াস