সংকল্পে
শংকরনাথ চক্রবর্তী
ভাষার কাছে যাওয়ার আগে ভালোবাসায় এসো
কাগজ ভেবে লিখে দেওয়া সংকল্পে মেশো !
একতারাতে একটাই সুর, তারায় তারায় আলো
রাত সাজানো জোনাকিতেই ফেরারি জমকালো !
জিভ থেকে যা শ্বাসে মিশে, শ্বাসাঘাতের বাদ্যে
শ্রদ্ধেয় যা রক্ষা কোরো, শ্রদ্ধারোধক শ্রাদ্ধে !