শঙ্খচিল জীবন কাটাবো
শর্মিলা ঘোষ
প্রকৃতির বুকে মাথা রেখে প্রতিদিন শঙ্খচিলের জীবন কাটাবো ভাবলেই মন যমুনায় লাগে ঢেউ, উত্তাল হয় বসন্ত বাতাস;
গাছে গাছে শুরু হয় ফুলেদের প্লাবন……
মেঠো পথ প্রেমিকের কাঁধে মাথা রেখে হাঁটার সুখ যাপন আর দুপাশের সবুজ সন্ধ্যার জয়গান, অসংখ্য পাখির কলতান,
যান্ত্রিক শহরে এইসব ভারী বেমানান, তাই এখন কবিতায় বাঁচে প্রকৃতি।
ধূসর মৌরি রঙের চৌকাঠ পেরোনো মন ,বাংলার সাবেকিয়ানা খোঁজে নিয়ন আলোর ভাঁজে………
বাংলার নিজস্ব বৈশিষ্ট্যের শাঁখ, কাঁসর ঘন্টা, আজানের সুর, গির্জার প্রার্থনায় সম্প্রীতি মিশে থাকে;
বাংলার নিজস্ব সংস্কৃতি , লোকগাঁথা, লোকসঙ্গীত ধানসিঁড়ি বেয়ে আটপৌরে হিজল পলাশ শিমুলের বনে ধামসা মাদল সুর তোলে।
বাংলার রূপ সুর তোলে মনে, মিলনের সন্ধিক্ষণে, বিরহের অবকাশে, বেদনার চিরন্তনে…….