উদ্ভিদ
তপজা মিত্র
না বলা কথাই তোমাকে বলতে চাই
অনেক শোনা গানের ভিড়ে তুমিই আছ
মেঘ ছোঁয়া বাদলে, সুরেলা সফরে
আমার পথ চলার সাথী তুমি
বাংলার মাটির গন্ধে আমি লালিত পালিত
বুক চিরে ছড়িয়েছে ডালপালা
আমি তোমার উদ্ভিদ
আমি প্রাণ
শাখা প্রশাখায় বিস্তৃত সৃষ্টির সূর্যালোক।
তুমি আমার মা, আমার বাংলা মা,
লব ও কুশ চেনে আমাকে
ঘোড়া তো আমার ডালেই বেঁধেছিল,
গাছের নিচে তাপস ছিলেন তিনি, বুদ্ধ অমিতাভ
অনাদি অতীত থেকে পুরাণ মহাভারত রামায়ণ
পার হয়ে এখনও সজীব আমি ,
এই বাংলার মাটিতে শিকড় গেঁথে ডালপালা
ছড়িয়েছি, শুকনো ডালে বসেও কোকিল
গান গায়…
এসো এই ছায়ায়, মায়ায়
দেখো দূর আকাশতলে ভগবানের পা
ধুয়ে দিচ্ছেন ভক্ত, তাঁর সারা গায়ে গাছের
স্নেহ জড়ানো।