মেঘগাছ
সজল কুমার টিকাদার
সন্ধ্যার দিকে অল্প দৈর্ঘ্যে হাঁটতে যাই।
আকাশে তখন মেঘগাছের চারা। এবং
দেখতে দেখতেই, ডালপালায় মহীরুহ!
হাওয়া ওঠে। ধুলোর মশারি ঢেকে দেয়
পৃথিবী। প্রচন্ড শব্দে ছিঁড়ে যায় স্টেশন
চত্তরের, বিশাল পালতোলা বিজ্ঞাপনী
ব্যানার। ফলে, নিজেকে বাড়ির দিকে
ঘোরাই। ততক্ষণে টুপটাপ ঝরতে শুরু
করেছে…
বৃষ্টি-পাতা।