কবিতাঃ অলীক জীবন – সুধাংশুরঞ্জন সাহা

দিনকাল সেলাই হতে হতে কীভাবে
যে, কয়েক দশক মিশে গেল কবিতা কোলাজে!
বিস্ময়কর সেইসব বিষয় ও ভাবনা।
কতবার বিপর্যয় ডেকে এনেছে জীবনে!
কতবার খুলে গেছে নতুন দিগন্ত!
ভুলিয়ে দিয়েছে কত জরুরি অবতরণ!
আজও সেইসব ভুলের মাসুল গুনছি।
তবু, আমার কোথাও যাবার নেই এই শব্দজগৎ ছেড়ে।
এই অক্ষরপ্রেম ভুলে থাকাও অসম্ভব —
একথা জেনে গেছে বাড়ির লোকজন।
পোশাকের মায়া ছেড়ে শব্দ আজ নগ্ন হতে চায়।
হতে চায় কপর্দকহীন, নিঃস্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *