তুমি এসো
সোমা সাহা
অগোছালো বৈশাখী ভোরে,
ঠিকানা-বিহীন আলপথ ধরে
তুমি এসো।
শাল-পিয়ালের সারি পেরিয়ে,
খোয়াইয়ের গন্ধ মেখে,
তুমি এসো।
মেঘ-পাহাড়ের দ্বন্দ্ব ভুলে,
বৃষ্টি ভেজা আলতো রোদে,
ভালোবাসার আমন্ত্রণে
তুমি এসো।
কচি ধানের আদর মেখে,
একতারার আলিঙ্গনে,
ভোরের আজান হয়ে
তুমি এসো।।