কবিতাঃ বিউফুলের মালা- রহিত ঘোষাল

তুমি স্বপ্ন দেখলে ভয় পাও,
তোমার একান্ত সবকিছু বাইরে দড়িতে ঝুলে আছে,
দেরিতে হলেও তুমি ঘুম থেকে উঠেছ,
আজ তো নিম্নচাপ, সারাদিন বৃষ্টি হবে তুমি কি আবার ঘুমিয়ে পড়েছ, অতিথি আবাসের বাইরে যে রাস্তাটা এঁকেবেঁকে পাহাড় থেকে নিচে নেমে গেছে
জংলা গাছগুলো নুয়ে পড়েছে, ওদিকে তুমি তাকিয়ে ছিলে কাল রাত্রে অনেকক্ষণ,কাল রাত্রে আমাদের মধ্যে কিচ্ছু হয়নি, রাতের দিকে আমাদের কথা বন্ধ হয়ে গেছিল,
তুমি আর কিছু শুনতে চাইছিলে না, একটি ভায়োলিন শুনছিলে মুঠোফোনে,এরকমটা তুমি আগে কোনদিন করোনি, তোমার নিজেকেও কি অতটাই অচেনা লেগেছে যতটা আমার,
বিছানাকে কাল রাতে আমার চোরাবালি মনে হয়েছে,
তোমার ফিনফিনে রাতের পোশাককে মনে হয়েছে চিনির মটকা, আমার এপাশ-ওপাশ ফেরাকে তুমি বনবিড়ালের মতো চোখ দিয়ে দেখেছো, মিছরির ছুরি আছে তোমার কন্ঠে, তোমারও তো ইচ্ছে করে মাথার বালিশটা আমার মুখের উপর চেপে ধরতে, তোমারও তো ইচ্ছে করে আমার জলের গ্লাসে অনেকগুলো ঘুমের ওষুধ মিশিয়ে দিতে,
চাইলে কি তোমার প্রাক্তন প্রেমিক কিনে দেবে না একটুখানি বিষ আমার জন্য ? বা ধরো ওই খাদের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে তোমার ইচ্ছে করে না আমাকে ঠেলে দিতে?
তারপর কি নৈহাটি ফিরে যাবে তোমাদের বাড়ি?
ওই পাড়াতে তুমি বড় হয়েছো অনেক চেনা পরিচিতি,
এই জীবনটা কি একাই কাটিয়ে দেবে কতগুলো গানের রেকর্ড আগলে ধরে ?তোমার বাবা তো ব্যাংকে রেখে গেছিলেন পনেরশো টাকা, পোস্ট অফিসে একশো,
নাকি কৃষ্ণনগরে বড়দির কাছে থাকবে? ওখানে তো আবার ওদের যৌথপরিবার,
তোমার প্রাক্তন প্রেমিক কোন একটা ইস্কুলে পড়ায়,
শেষে থাকবে তোমার সাথে?
নাকি আমাকেই ঘুম থেকে তুলে বলবে;

আজ একটা শাড়ি পরবো ভাবছি,

এত বেলা অব্দি ঘুমাচ্ছ কেন?

দেখো আজকে আকাশটা কেমন পরিষ্কার,
চলো না ওই পাহাড়ের মার্কেটটার দিকে যাই,
নাক চ্যাপ্টা মেয়েটার কাছ থেকে কিনে আনি
বিউফুলের মালা ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *