কবিতাঃ পতনকাল- অমিত মজুমদার

তুমি আর আমি একদিন ঠিকই রোম সাম্রাজ্য পাতবো

তুমি আগুনে পুড়তে পুড়তে রান্না বসালে
আমি বেহালার ছড়ে তুলবো সুচিত্রা সেনের হাসি।

এরপরও আমাদের পরবর্তী প্রজন্ম পরীক্ষায় লিখবে
রোম সাম্রাজ্য পতনের কারণগুলো।

খাতা দেখার সময় কোনো শিক্ষকই সেসবের সত্যতা
যাচাই করে দেখবে না।

ইতিহাস আসলে ইতিহাসই থেকে যায়
প্রজন্মের পর প্রজন্ম নতুন পালক গুঁজে দেয় তাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *