সম্পাদকীয় – বইমেলা সংখ্যা ১৪৩০

প্রকাশিত হল অবেক্ষণ পত্রিকার শীত এবং বইমেলা সংখ্যা। অবেক্ষণ পত্রিকার বাৎসরিক অনুষ্ঠান হয়েছিল ২৯ অক্টোবর, ২০২৩। সেখানে আমন্ত্রিত সাহিত্যিকদের মধ্যে যাঁরা উপস্থিত হতে পেরেছিলেন তাঁদেরকে পত্রিকার পক্ষ থেকে আরও একবার ধন্যবাদ জানাই, আপনাদের সক্রিয় অংশগ্রহণেই একটি সফল সাহিত্য অনুষ্ঠান হতে পেরেছে। পরবর্তীতেও আবার আমরা সকলে মিলে আরও অনেক সফল অনুষ্ঠান করতে পারব বলে আশা রাখি।

আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হয়ে গেছে। অনেকেরই রচনা মলাটবন্দী হয়ে ভূমিষ্ট হয়েছে বই মেলায়, সঙ্গে থাকছে পূর্ব প্রকাশিত বইয়েরাও। নিজের বইয়ের সঙ্গে অপরের বইও ছুঁয়ে দেখতে অনুরোধ করব। বাংলা ভাষার সাহিত্য চর্চা যত বেশি হবে ততই বেশি করে বাংলা ভাষা জাগ্রত থাকবে। মাতৃভাষাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব তাই অনেকটাই সাহিত্যকর্মীদের ওপর বর্তায়।

এবার থেকে অবেক্ষণ পত্রিকায় বাংলা ভাষার সাহিত্য রচনার পাশাপাশি অন্যান্য ভাষায় লেখা সাহিত্যও গ্রহণীয় হবে। “ভিন্ন ভাষা-চর্চা” নামের বিভাগটি বর্তমান সংখ্যা থেকেই চালু হলো।

বইমেলা ১৪৩০ সংখ্যায় আছে নিবন্ধ, দীর্ঘ কবিতা, গল্প, অণুগল্প, মুক্তগদ্য, কবিতা, বিশ্ব সাহিত্যের জানলা (অনুবাদ) এবং ভিন্ন ভাষা-চর্চা বিভাগের দীর্ঘ তালিকা। নিজে পড়ুন এবং অন্যকে পড়াতে শেয়ার করুন। আপনাদের সুচিন্তিত মতামতের অপেক্ষায় থাকব। প্রতি সংখ্যার মতো এই সংখ্যাটিও পাঠক প্রিয় হয়ে উঠবে বলে বিশ্বাস করি। সকলে ভালো থাকুন। ভালবেসে লিখুন, ভালবেসে পড়ুন। নমস্কার।

2 thoughts on “সম্পাদকীয় – বইমেলা সংখ্যা ১৪৩০

  1. সাবলীল সম্পাদকীয় খুব ভাল লাগল।

  2. খুব সুন্দর সম্পাদনা…….অবেক্ষণ পত্রিকা পরিবারকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই 🙏❤️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *