একটা সকাল ছিলো
তীর্থঙ্কর সুমিত
একটা সকাল ছিলো _
সবুজ কচি ঘাস হেসে উঠতো বইয়ের পাতায়
প্লাটফর্ম ছেড়ে ট্রেন ছুঁটে যেত হাওয়ার গতিবেগে
দারুন ইচ্ছের গতিপথ আমার বিন্দু পেয়ালায়
চা এর স্বাদ অনুভব করতো
আর আমি হারিয়ে যেতাম দিগন্তের বুকে
নীল, সবুজ, লাল
সাদা হতে পারিনি এখনও