আধুনিকতা
অনুপম দাশশর্মা
চকচকে ইস্পাত হেঁটে যাচ্ছে
মহানগরীর রাস্তা জুড়ে
ত্রস্ত পথচারী সরে যাচ্ছে সম্ভ্রমে
তারা অবাক চোখে দেখছে
ইস্পাতের শরীর থেকে খসে পড়ছে
শৈশব, কৈশোরের সবুজবাস।
ইস্পাতের টানটান কঠিন চিবুক থেকে
ঠিকরে পড়ছে সূর্যকে ভেংচি কাটা
তীব্র ফিলামেন্টের আলো।
যখন নেমে আসে গহীন রাত
স্তব্ধতার বুক চিরে আর্তনাদ ওঠে-
সুগন্ধিঢাকা নাক চেঁচিয়ে বলে, দাও দাও
ফিরিয়ে দাও বৃষ্টিভেজা মাটির সেই
আকুল সোঁদা গন্ধ….