কবিতাঃ হঠাৎ চলে যাওয়ার পর – সৌমী আচার্য

হঠাৎ চলে যাওয়ার পর
সৌমী আচার্য্য

আজ এখানেই থেমে যাই
বিকেলের চায়ের কাপে শেষ ঠোঁট ছাপ
অথচ দু মুহূর্ত পরেই প্রিয় রাত
অজুহাতের রঙবেরঙ ঠিকানায়
তোমার কাছে মাথা নত করতেই
কাঞ্চনজঙ্ঘা পাখা মেলে উড়তে থাকে
তবুও ছিঁড়েখুঁড়ে মন একটানা ডেকে যায়
হিসেব বাকি ফিরে এসো ভোর ফিরে এসো

এইমাত্র ঝলসে যাওয়া টুকরো এল উঠোনে
আমি ভেবেছি শরৎ তাও যে মাথুর সুরে
ডাক পাঠাবে কে জানত
শুকনো মালায়, চেয়ারের হাতলে, আলমারিতে
তোমার গন্ধের ভিতর দাঁড়ালাম
যদিও আজ আমাদের অভিসারের টিকিট
একাই যদি বরফের কাছে দুহাত বাড়িয়ে দিই
একমাত্র প্রেম সবুজ হয়ে উঠতেই পারে
প্রেমিক কখনো পুরোনো হয় না
সময় যে রেখাতেই বয়ে যাক না কেন


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *