দীধিতি
অ ঙ্ক ন
পাখিরা বিষাদ ডানায় উড়ে গেলে
জানলায় কালো ঠান্ডামেঘ নেমে আসে
বৃষ্টি হয়তো কোথাও সম্পর্ক পাতিয়ে, সলাজ
এখানে ফিরে নিজেকে পেয়ে যাব, ভাবিনি কখনো
প্রকাশ আসলে আয়নায় কান্নাদেখা
বন্ধুত্বের ঘন শিকড় চলাচলে জড়ালে
সামনে দাঁড়িয়ে আর কতো স্থির থাকি, বিব্রত
ধূপের আগুন আর চন্দনগন্ধে না ছোঁয়া মনস্তাপ
কতো কিছু হারিয়েছে তীব্র গ্রহণে
মন্দ্র চোখের গভীরে ডুব দিতে দিতে
ধোঁয়ার গল্প থেকে বিষাদের তীব্র ফুলরঙে
উচ্চারণের স্পষ্টতায় হারিয়ে ফেলেছি আহ্বান
সামান্য আলিঙ্গনও অপ্রয়োজনীয়
মুছে দেওয়া মন সব থেকে সহজতর
বিদেহী শুভ্রতায় নিশ্চুপ অনর্গল কথাগুলি
এই উষ্ণ শূন্যতায় কেউ একলা আসেনা কখনোই
চমৎকার।
চমৎকার। কবিতার ভাব, ভাষা, শব্দচয়ন কবিতাকে অন্য মাত্রা এনে দিয়েছে।
বাহ্…..খুব সুন্দর
খুব খুব ভাল।