কবিতাঃ কথা দিয়েছিলে – জয়ন্ত বাগচী

কথা দিয়েছিলে
জয়ন্ত বাগচী

কথা ছিল দেখা হবে গ্রীষ্মের কালে ।
চৈত্রের দহনে ধানের ক্ষেতে ফাটলের আলপনা
মাঠ শামুকেরা যেতে চায় আরও গভীরে
ধান কাটা পোয়ালে বাতাস ঘূর্ণি দেয়
চলে না দৃষ্টি বহু দূরে !
আকাশ লালে লাল সেজেছে কৃষ্ণচূড়া
অমলতাস নামিয়েছে থরে থরে ফুলভা র
রুক্ষতা বুকে নিয়ে প্রহর জেগেছে পলাশ শিমুল
এখানে ওখানে লুটায় তারা হয়ে ছিন্নমূল ।
খাঁ খাঁ রোদে অবসন্ন শঙ্খচিল
ক্লান্ত পথিক বট বৃক্ষ তলে
প্রতীক্ষায় আমি বসে থাকি
এমনই গ্রীষ্মে আসবে তুমি
কথা দিয়েছিলে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *