দুটি কবিতাঃ জয়িতা ভট্টাচার্য

জয়িতা ভট্টাচার্য

ভালোবাসা

আজও তা বুঝিনি কী।
চারিদিকে হাসি আর গান
বিষণ্ণতার প্রাচীর হয়ে আছি
মনে হয় এই তো সময় যখন চুপচাপ চলে যাওয়া যায়
সন্তান তবু সন্তান
মায়াজাল
মায়াজাল
অভিভন্যু বধ হবে চক্রব্যুহে
আমাকে ডেকেছে ওই শেষ পারাণির তরী
আমাকে ডাকে তবু দিকচক্রবাল।

বিজয় মিছিল

প্রতিটা যুদ্ধের শেষে নিদ্রাহীন হয়ে যাই।
ওরা আসে বৃহত্তর সমাবেশ কোরে।এখনও জেতার আঁচে।
সমবেত উল্লাসে জাগে পেঁচার রব,সাপের গর্তে পা।সমস্ত নির্মম সঙ্গম শেষে তোমার পদপ্রান্তে আসি।কামনার শেষে জল খাই।জোরে হেসে জীবনকে বলি জয় হোক।
চাঁদ এলে দেখি প্রবাসী কন্যা হাসে।
ফিরে দেখি গর্ভযন্ত্রনার সুখ।
এখনও আড়ম্বর হয় বিবাহ প্রথায়।এখনও অনেক প্রতারণা বিষ ঢেলে দেয় যোনি ভরে ভরে।
দ্যাখো,তবু তারা অসহায় নয়।তবু ওরা জিতে যাবে শেষে।বঞ্চিত যারা সম্পদে।রাজকীয় ভালোবাসা চেয়ে যারা ভোরের প্রথম ট্রেন ধরে।
একদিন ওরা জিতে যাবে।ওরা জিতে যাবে।

One thought on “দুটি কবিতাঃ জয়িতা ভট্টাচার্য

  1. ভাল লাগল। নৈরাশ্যের শেষে একবার জিতে যাবার স্বপ্নই আমাদের টিকিয়ে রেখেছে। ময়দান এত তাড়াতাড়ি ছাড়তে নেই।

Leave a Reply to Indrani Dutta Cancel reply

Your email address will not be published. Required fields are marked *