কালিদাস
ত প জা মি ত্র
যে ডালে বসেছে পাখি সেখানে হাওয়া বয়, নদীর জলে লাগে সূর্যের আঙুলের ছোঁয়া, স্পর্শে জাগে শালিধান
চার প্রহরের এক প্রহরে লেখা হয় মেঘদূত!
সোনা রঙের ভোরে কলম জলে ধুয়ে আসনে বসেন কালিদাস, শ্লোক তৈরি হয়!
ভোজ রাজার দরবারে শকুন্তলার পাঁচালি পড়ে ডালে বসা চিরন্তন পাখি।