অভিযোজন
অনুপম দাশশর্মা
কিছু সকাল নামে
অনুচ্চারিত জিজ্ঞাসার খোলস ছাড়িয়ে
বিকেলের হাতে হাত রাখতে।
দেরি হলেও ক্ষুব্ধ ভুলগুলো
যেন স্বীকার করে উৎপাদন ক্ষমতা
আর সীমান্তে দাঁড়ান অহংচোখে
নেমে আসতে থাকে কাব্যদীনতা
অনিবার্য সৃষ্টির প্রবল তাপে।
ছোট্ট অথচ কতো গভীর দ্যোতনা