দুটি কবিতা
দেবাশিস মল্লিক
রাগ
প্রিয় রাগ,
দেখ বৃষ্টির ছাট এসে আমাকে ভিজিয়ে দেয়
পুরোনো বটের মতো,
তুমি শুধু শুধু লগ্নের ফোঁটা থেকে
নক্ষত্র নামিয়ে রাখো পতনের পাশে!
প্রিয় রাগ,
তুমি এভাবেই একদিন ভালোবেসে ফেলো…
নির্বিকার আলোর মতো,
ভাঙনের দিনে তাই আজও
চাঁদ বাড়ে
কোজাগরী,
প্রিয় রাগ…
তুমিও বেড়েই চলো
ভাঙনের পাশে…..
দেশলাই
আমাকে শ্মশান ভেবে
যারা যারা আধপোড়া ফেলে রেখে গেল,
প্রতিবার বাকিটুকু পোড়াতে গিয়ে
তোর কথা ভাবি!
প্রিয় দেশলাই,
তোর কথা মনে পড়ে গেলে
কাঠচাপা দিয়ে শুয়ে পড়ি
চিতার উপর……