তিনটে কবিতাঃ অনিন্দ্য গোস্বামী
মেঘ
হাওয়ায় ওড়ো, শূন্যে ভাসো এমন তুমি পরী,
আবার টেনে ধূসর শরীর, আকাশ করো চুরি।
মাটি থেকে এতো উপর শরীর জোড়া জল
খসিয়ে দেহ, স্নিগ্ধ করো এমন বৎসল
আকাশ থেকে তোমার দান সবার নিচে জমে
মাটির দেশে ছুঁচ্ছি তোমায় গভীরতায় নেমে।
সূত্র
যেমন তোমার সৃষ্টি সুখ রঙ ছড়ালো চিত্রে।
কাব্য তেমন উপযোগে মান্যতা পায় মন্ত্রে।
অপার হয়েও বন্দী যেমন তেষ্টার জল পাত্রে,
প্রজ্ঞা তেমন সুক্ষ দেহে বন্দী থাকে সূত্রে।
শিল্প দূষণ
শব্দ ছুড়ে টেনে নেয় কান
বিজ্ঞাপনের যেই সব গান,
তা আজ সংগীত হলো।
ফেরি করা ধুন গুলো
পেয়ে গেলো শিল্পের মান।
উপাসনার উদ্দেশ্য তো
মরেছে বহুযুগ হলো,
বেঁচে আছে আচার, মন্দির।
তেমনই কি দূষিত আজ
সঙ্গীতের অপার শরীর?
চমৎকার কবিতা!