পাঁচটি কবিতাঃ অনুপম দাশশর্মা

পাঁচটি কবিতাঃ অনুপম দাশশর্মা

(১) বসন্ত হাত বাড়ালে

মুঠোয় কাঁপা হাত, তীব্র ইচ্ছা সাথে
ফিরে ফিরে আসে দৃশ্য রঙিন ঝালরে
মৃদুময় গোলাপি বসন্ত প্রভাতে।

এ কেমন বাহুলতা এ কেমন উদ্বেলতা
উৎস মুখে কেন থেমে যায় কাঁপন
শরমের বিহ্বলতা মৃদুমন্দ দোলায় মাথা
সাথে কোকিলের কুহু অভিবাদন।

প্রতিটি প্রথম বসন্ত প্রতিটি গোলাপ লহরে ওঠে
আমার একান্ত শব্দ-যাপন !

(২) ছোঁয়া যখন কাতর

যোজন দূরেই তুই থাক কিংবা
হাজার ভীড়ের পথচারী
মূহুর্তধোয়া বিহ্বলতা কি আদৌ
ঢাকতে পারি?
অথচ তুইও জানিস, স্পর্শের গন্ধ
উবে যায় না
ব‍্যস্ত কাজের ভীড়ে যাপিত সময় যেন
আমাদের মন-পোষা ময়না
সে-ময়না শুধু কথাই বলেনা শাসনও করে
গভীর দ্যোতনায় কথায় দোলার ঢেউ তোলে

কথা তো অনেক কিছুই থাকে না
অথচ কথার ঘরে বসন্ত এলে
কথার বোল ফোটে
আমিও তোর থেকে সরিয়ে
কথার সাম্রাজ্য গড়িনা।

(৩) হাতেখড়ি

ঘরময় ছড়িয়ে আছে স্মৃতির হলুদ পাতা
স্মৃতি ছাড়া চলতি পথে কি হাওয়া বইতে পারে?
পালকের গভীরে থাকে শব্দের উচ্চারণ
তুলে আনতে পারলেই তুমি সিকান্দর
দেখেছ কি কখনও ঘুমের অতলে!

ঘর থেকে ঘর তার থেকে খোলা উঠোন
কত পদচিহ্নের আবছায়া অবয়ব
উপন্যাসের দাবী তোলে মনে অহরহ
তুমি শুধু নেমে আসছ উদাসীন অন্তরায়
দেখছনা ঘরময় ছড়িয়ে আছে অযুত অশ্রুধারা
তোমাকেই কলমে হাতেখড়ি দেবে বলে।

(৪) কথাহীন প্রহর ছুঁয়ে

বরং নীরব থেকো
অজস্র কথার জন্ম দেবে তোমার নিশ্চুপ ঠোঁট
বিপরীতমুখী যা-কিছু অভিযোগ
যা-কিছু মুহূর্তের তথ্য ও তত্ত্ব
একসময় থিতু হয়ে রেখে যাবে সময়ের দাগ

তুমি তখন নেমে আসবে শান্ত তরাইভূমিতে
দেখবে কত নীচু মেঘ তোমাকে আচ্ছাদিত করে
শোনাচ্ছে তথাগত বাণী

তুমি শুধু আঁকড়ে ধরবে ভাবীকালের গর্ভধান
জন্ম দিতেই পারো স্থির প্রজ্ঞার নতুন ধারাপাত।

(৫) ডিভোর্স

মুখোমুখি দাঁড়িয়ে দুটি মুখ
মধ্যখানে জলন্ত সময়
দুটির মনেই দাউ দাউ করে জ্বলছে একদা প্রণয়

যাপিত ক্ষণ যা-কিছু তা এখন ভস্ম থেকে ভস্মবৎ

সওয়াল-জবাব এখন গুম মেরে আছে কালো কোটগুলিতে

শেষ ঘন্টা বেজে ওঠার প্রাকমুহূর্তে দলা পাকানো কান্না বিছিন্ন করে দিচ্ছে
নিরপরাধ সন্ততিদের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *