অনিন্দ্য গোস্বামীর দুটি কবিতা
বিশ্বাস
অনুমানগুলো আকাশের গায়ে বিঁধে
অনেক বিন্দুর মতো ঘেঁষাঘেঁষি জ্বলে।
যারা গাঢ়, ছবি গড়ে সমবেতে।
ছবি থেকে বিশ্বাস বৃষ্টির মতো ঝড়ে।
হায় দেখ বিশ্বাসে ভিজে গেছি আমি!
এই দেখ বিশ্বাসে ভিজে আছো তুমি।
তোমার চুলে, মুখে, পোশাকে ও দেহে
মাখামাখি করে বিশ্বাস চুঁয়ে নামে।
এমনি তোমার বিশ্বাসের বিশ্বাস,
মনে করে, তারা রয়েছে গোপনে।
শিখা
চেয়েছি হাত পেতে শক্তির কাছে আগুন
এমন আগুন পেয়েছি যা পোড়ায় প্রদীপ
হাতে নিয়ে প্রদীপের ছাই, মনে ভাবি
ঢের হতো এক ছোট শিখা শুধু পেলে।
দুটি কবিতাই খুব ভাল।
Good reading.