ঘোঁট দিয়ে যায় চেনা
ইন্দ্রাণী দত্ত পান্না
এত যে রাস্তা ভাঙা, কাটাকুটি
ঘুটঘুটি মন
কে যে কার সাথে আছে হচ্ছে আবার
কার বিয়োজন
তবুও শঙ্কাহরণ বলছো আমার কচ্ছপ জিৎ
পারদের প্রলেপ চটা আয়নায় সব মুখোশগুলো
কী কুসিৎ
তবুও বিপত্তারণ নেপথ্যে যে খেলছে বসে
একবার এর কানে কয় পরের বারেই মিষ্টি হেসে
অন্য কানে দিচ্ছে ঢেলে মিথ্যেবুলি
তুমিও সাক্ষী আছো সবটা জেনেই সঙ্গে চলি
সামনে এসে বাসছে ভাল বলছে অনেক “সত্যি” ভাষণ
ভাবছে এমন করেই মেলে সব আসরে পাকা আসন
ভাবলে ভাবুক তবে বোকার মরণ বলেছে কাকে
একটাই ঢিল ছুঁড়ে দিলাম ভীমরুলের ঐ বিশাল চাকে।