কে তুমি নন্দিনী
কাজল রায়
কে তুমি নন্দিনী বলে ডেকেছিলাম ফিল্মী কায়দায়
এই তো সেদিন প্রান্তিক স্টেশনে
সে আর আসেনি কাছে পরিগ্রহে দিয়েছিল ভাঙনের দৃষ্টিসুখ
দু’চোখের নীরব সংলাপে সূর্য ডুবে যাচ্ছে ম্লান গোধূলি বেলায়
যেন এইমাত্র রুপোলী পর্দায় ঝর্ণার জলে স্নান করে এসে
বসে আছে অনন্ত প্রতীক্ষায় প্লাটফর্ম জুড়ে
ইচ্ছা জাগে পূর্ণ প্রেক্ষাগৃহে ডুয়েট অভিনয় করি তার সাথে
চোখই সর্বনাশ জেনেও তার চোখে দেখে নিই লালিত এক স্নিগ্ধ জলাশয়
ডুবুরির ছদ্মবেশে জলাশয়ে নামতে গিয়ে দেখি
লেখা আছে বিধিবদ্ধ সতর্কীকরণ