কবিতাঃ আজ সবকিছু রোদের মতো – বোধিসত্ত্ব (গৌতম নাথ)

আজ সবকিছু রোদের মতো 
বোধিসত্ত্ব 

একটা ছুঁই ছুঁই নদী দিনরাত বিরহের চিত্রপট এঁকে যায়।

তার গায়ে মেঘের মতো জামদানি আলপনা।

আমি অতিথি হয়ে অবন্তিকার চৌকাঠে যখন‌ই শব্দ সাজাই, সে তখন ফোয়ারা হয়ে যায়।

আমার একমুঠো আকাশের গায়ে নীল নীল গভীর নেশা ডানা মেলে হয়ে ওঠে প্রলাপ অথবা কবিতা।

যে সুদূরকে কখনো স্পর্শ করতে পারি না, জানি না তার শরীরে কতটা যৌবন জমে আছে।

পথকে প্রশ্রয় দিতে দিতে একদিন ঠিক বাউল হতে ভীষণ ইচ্ছে হয়।

জানি সব ইচ্ছের কথা বলতে নেই……
কিছু কিছু ইচ্ছে নিজের কাছে গুছিয়ে রাখতে হয়।

তবু আজ বসন্ত বলেই সবকিছু খোলামেলা,
সবকিছু রোদের মতো।

One thought on “কবিতাঃ আজ সবকিছু রোদের মতো – বোধিসত্ত্ব (গৌতম নাথ)

  1. খুব সুন্দর পড়লাম কবিতাটি। আন্তরিক ধন্যবাদ জানাই কবিকে ।

Leave a Reply to Biman Kumar Maitra Cancel reply

Your email address will not be published. Required fields are marked *