স র গ ম
সৌমী চক্রবর্ত্তী
শুদ্ধ…শুদ্ধ…শুদ্ধ, সব শুদ্ধ
সরগমের তীব্র শ্লেষ ঝরে পড়ার পর
একটুকরো আমেজ
যাকে নাম দিয়েছো
কেবল আনন্দম্ রূপে
একটা শুকতারা ঝরে পড়বে দ্যাখো
ওই সুরের শেষে, তারপর
সরগমের উল্টানো মা-গা-রে-সা
সব শুদ্ধ, সব শুদ্ধ
সব নিত্য-সব অনিত্যতা নিয়ে
ভেসে বেড়াবে মেঘে মেঘে,
তুমি, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে
ধাঁধিয়ে যাওয়া আলোক বিন্দুতে।
তারপর- বাজবে, সে সুর বাজবে
আবর্তনের সাথে মিশে যেতে যেতে
অপূর্ণ একটি জীবন আর তুমি
‘দোহার’-সমাপ্তির শেষ আখরবিন্দুতে
রিনিঝিনি.. রিনিঝিনি… কিঙ্কিনী বোল।