অরিন্দম মুখোপাধ্যায়ের কবিতা
১
আমি প্রায়দিন ঘুমের মধ্যে দেখি
হাত তুলে একটা ছোট্ট মেয়ে উড়িয়ে বিপ্লবের পতাকা
ছুটে পার হয়ে যাচ্ছে মাঠ পথ পেরিয়ে গ্রাম
গ্রাম পেরিয়ে রাজ্য, রাজ্য পেরিয়ে দেশ, দেশের সীমানা
২
এই দুয়ের মধ্যিখানে স্থির চোখে দেখি
মা আর মেয়ের মাঝে আমি
দেখি মা রয়েছে চেয়ে ভবিষ্যৎ মায়ের পৃথিবী
দ্রুমদলশোভিনীম্
খুব ভাল।