প্রজাপতি মেয়ে
তাহমিনা শিল্পী
পাগলিটাকে সবাই চেনে।এলোকেশে শিমুল তলায় বসে বসে সারাবেলা স্বপ্ন বোনে।সর্ষে ফুলের মৌসুম এলেই এক্কেবারে পরিপাটি।কপালে লাল একখানা টিপ পরে,হাত ভর্তি করে দেয় রেশমি চুড়ি।আলতারাঙা পা দুটোতে ঝুমুরঝুমুর নূপুর বাজে।এমনি করেই সেজেগুজে, কানের পাশে ছোট্ট একটা ফুল গুঁজে ক্ষেতের আলে নেচে নেচে, ঘুরে বেড়ায় মনের সুখে।যেতে যেতে পিছন ফিরে চায়,আলতো হাসি দোলে তার ঠোঁটের কোণায়।
তখন কেউ আর তাকে পাগলি নামে ডাকে নাকো।তখন সবাই তাকে ভালোবাসে।নতুন নামে ডাকে তাকে।
তখন সে সবার কাছে প্রজাপতি মেয়ে!