বনহংস
মজিদ মাহমুদ
প্রাণাধিক দয়মন্তী, একটু চেয়ে দেখ
গগন যেখানে কিছুটা এসেছে নেমে
তার ঈষৎ নিচ দিয়ে উড়ে যাচ্ছে বন্যহংসীর পাল
তুমি কি দেখতে পাচ্ছ, ক্ষণে পাল্টে যাচ্ছে তাদের মূদ্রা
উড়তে উড়তে তারা কখনো হৃদপিণ্ডের আকার
কখনো মুক্তার মালার মতো মধ্যভাগ বাঁকানো
কখনো তীরের ফলা ভেদ করে যাচ্ছে বিদর্ভ নগরে
তুমি কি দেখতে পাচ্ছ তাদের অনন্ত উড়া
তুমি যতক্ষণ না তাদের দৃষ্টিপথে দৃশ্যমান হও
ততক্ষণ তারা উড়তে থাকে শুভ্র ডানায়
পালক খুলতে থাকে পুষ্পের মতো
যদিও দেবতাদের ষড়যন্ত্রে আমার হয়েছে দেরি
হয়তো তুমিও করেছ ভুল আমারই মতো
মাল্য করেছ দান আমার গলদেশ ভেবে
দেখ আমি তোমার জন্য কেমন ক্লান্ত
ঘামে ভিজে গেছে শরীর
চোখের পাতা নিমীলিত হচ্ছে বাংবার
দেবতাদের অচঞ্চল স্থির চোখ
কর্মহীন মেদযুক্ত শরীর কেমন ম্রিয়মান
এবার নিশ্চয় করবে না ভুল বনহংসীর ইঙ্গিত।