নদী শাসন
মাহমুদ কামাল
বেঁধেছি পাখির বাসা নদীটির তীরে
ভাঙনের ভয় মেয়ে দেখিও না তুমি
পাড় যদি ভেঙে যায় আমি ভাঙবো না
স্রোতের নদীকে আমি শাসন করতে জানি
সাহিত্য শুধু চিত্ত বিনোদনের বিষয় নয় চিত্ত নির্মাণেরও বিষয়।
বেঁধেছি পাখির বাসা নদীটির তীরে
ভাঙনের ভয় মেয়ে দেখিও না তুমি
পাড় যদি ভেঙে যায় আমি ভাঙবো না
স্রোতের নদীকে আমি শাসন করতে জানি