কবিতাঃ কৃষ্ণগহ্বর – দীপক মান্না

কৃষ্ণগহ্বর
দীপক মান্না

সাদা আকাশটার মাঝখানে একটা চেরা দাগ
ক্রমশ প্রকট হয়ে উঠছে,
যার ভিতর লুকোনো ব্ল্যাকহোলটা স্পষ্ট হচ্ছে;
যারা এর হদিস পেয়েছে শুরুতেই তারা বুঝেছে অন্ধকারের ঘনত্ব;
সেখানে আলোর কোনো উৎস নেই,
শুধু ধ্বংসের কিছু উজ্জ্বল তরঙ্গ ভেসে বেড়াচ্ছে;

যারা বোঝেনি, তারা অন্ধবিশ্বাস ছুঁড়ে দিচ্ছে আকাশের গায়ে;
তুমি সেগুলো সযত্নে কুড়িয়ে তুলে নিচ্ছো আঁচলে;
মানুষের চোখ থেকে এই অন্ধবিশ্বাস ঝরে পড়বে শীঘ্রই ;
সেদিন পৃথিবী থেকে খালি চোখে মানুষ দেখবে
সাদা আকাশটা আর নেই;
একটা সুবিশাল কৃষ্ণগহ্বর মাথার ওপর ছাতা মেলে দাঁড়িয়ে আর
তার ভিতর থেকে নতুন সূর্য উঁকি দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *