কবিতাঃ প্রেম সম্পর্কে দু’চার কথা – চিরঞ্জীব হালদার

প্রেম সম্পর্কে দু’চার কথা
চিরঞ্জীব হালদার

প্রণয় কনভেনশনাল যদিও তার প্রকাশ নিষেধ
ঋষিপ্রতিম গাছে গাছে পরাগ দাও প্রণয়ের বেদ
মুঠোয় সর্ষে দানা চুলোচুলি বিরাগ ভাজন
আমার ডেডিকেটেড প্রেমিকা আনেকোরা মন

কিন্তু কেড়ে নিয়ে লটকেছি এই মেসেঞ্জারে
একশ আট’টার পর সুদর্শন চক্র অবতারে
আমাদের ঘুম নেই মোবাইল জাগে মধ্যরাতে
নির্ঘাত ধর্মপত্নী ওৎ পেতে বামাল হাতে নাতে

নাক খৎ দাস খৎ আর যত প্রেম বেআইনি
এমন ধনাত্মক প্রেম জীবনে তো কখনো দেখিনি

তুমি সব পান পাতার সমাহার বিকেল
তুমি সব আদন্ত্য প্রেমিকা নিরক্ষর
এসব কথার কথা মোবাইল জানে
কলোনিয়াল প্রেমের কি ভিক্টোরিয়ান জোর

পুরু ঠোঁট উরু ভেদ কষা রামায়ন
উড়ু চুল বেলি ফুল প্রেমিকার মন
তাল গাছ নেই কাজ এ ভাদোর মাস
এক পায়েএকা একা কেন কাঁদে হাঁস
ডাঁসা তার রূপ ছিলো এখন ঘরনী
ডাহুকির দেখি ভীড় প্রেমে তো পড়োনি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *