কবিতাঃ বলো, বলে যাও – অনুপম দাশশর্মা

বলো, বলে যাও
অনুপম দাশশর্মা

এর পরেও বলবে রোদ্দুর পাওনি
অথচ অভ্রমোড়া বাছাই ঝিনুক
কোনদিনই হাতে আসেনি যে তুলে দেবো তোমাকে
চৈত্র সন্ধ্যার মেহেদী হাতেই আসেনি
খোলা চিঠি ধরিয়ে দেখতে দেখতে
হয়েছে বছর পার।
মাঝে বয়ে গেছে বিধুর সময়ের নির্জনতা
বিশ্বাসের দোলাচলে থমকে থাকা ইচ্ছের রং
ফ্যাকাশে আকাশের মতো স্থির হয়েছিল
যাইহোক…

সময় করে এসো
দেখিয়ে দেবো মুখোশের তাপ।

One thought on “কবিতাঃ বলো, বলে যাও – অনুপম দাশশর্মা

Leave a Reply to Sanjib Roy Cancel reply

Your email address will not be published. Required fields are marked *