অনিন্দ্য গোস্বামীর কবিতা
দল
বন্য জানোয়ার ও জানে মানুষের জোর
তাই সরে যায়, যদি মানুষ থাকে দলে,
বাঘ জানে গর্জন শুনে হরিণের দল
একাকীর মতো, মনে মনে সমান দুর্বল।
মানুষ আজ দল বেঁধে, কি একা বেঁচে নয়?
জোর কি সে আজও পায়, প্রতিবেশী থেকে?
গোষ্ঠীর কাছে কোথায় আজ তার প্রতিশ্রুতি?
ব্যক্তির কাছে আস্থা, কোন দরে কেনে দল?
অনিবার্য
লড়াই তো হবেই, দানবেরা মুখোমুখি হলে।
ভীতি তো হবেই, ছলনা অকপট হয়ে গেলে।
ঢেউ তো হবেই, যেখানে সাগরের জল মাটি ছোঁয়।
ভিজে তো ওঠেই, খুলে দিলে দুটি চোখ দয়াময়।
অসাধারণ বোধ।