মন্দ কী!
বোধিসত্ত্ব
আকাশ ছেয়ে মেঘ করেছে ভীষণ ,
ছায়ার বাঁকেও বাঁচতে এখন রাজি।
ঘর ফিরতি নাওয়ের খোঁজে সবাই
যেমন তেমন একটা ঘাটই খুঁজি ।
ছায়া ছায়া একটা আকাশ ঘুম
হয়তো কোথাও সাগর হলো গুম,
ঠিক জানি না সকাল হওয়ার আগে
কোথায় কতো রাত্রি আছে জেগে ।
কোথাও বাতাস ধূসর আঁচল ছুঁয়ে
দেখছে নদীর হর্ষবিহীন স্রোত,
পুরোনো সব নিয়ম হাতে পেয়ে
আমরা ভাবি সব মাটি হয় জোত।
ঘোর সময়ের শব্দ শুনি সবাই
তবুও কি আর আমরা কারো হই?
এই পৃথিবীর অনেক বিষাদ কথা
আমরা শুধুই মাপছি নিজের ব্যথা।
মেঘলা আকাশ এই যে থাকে জেগে
ঝড়ের দাপট হঠাৎ দারুণ বেগে,
সবাই জানি মুখ ফিরিয়ে নেওয়া
মন্দ কী আর এমন কিছু পাওয়া!