কবিতাঃ অতিক্রম – কমলিকা দত্ত

অতিক্রম
কমলিকা দত্ত

ছোটবেলায় খাতা, পেন্সিল, রঙ নিয়ে বসতাম, মাস্টারমশাই আসতেন। প্রথমে গোল,গোল চৌকো,চৌকো আঁকতে শিখলাম … তারপর ঘর, বাড়ি, ফুল…একদিন পাহাড় আঁকলাম, তার পাশ দিয়ে নদী, নদীর ধারে গাছ। মাস্টারমশাই বললেন– খুব সুন্দর। অথচ আমার পা ভিজল না! পাহাড় ভাঙার আওয়াজ পেলাম না ! ছায়া পড়ল না কোথাও!
তারপর একদিন খাতার বাইরে বেরোলাম, দেখলাম মানুষেরা বড় হচ্ছে, কিন্তু ততটাই বড় হবে, যতটা খাতায় ধরে…
খাতাগুলো ক্লান্ত হলে বেড়াতে যায়। আঁকাগুলো বেড়িয়ে আসার পর ক্লান্ত বোধ করে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *