অরিন্দম মুখোপাধ্যায়ের দুটি কবিতা
১
দূরবর্তী মা, আর ঘুমন্ত এই পৃথিবীর সত্য,
শক্তিশালী এবং অন্তর যার গভীর প্রশস্ত
প্রকৃত প্রস্তাবে গাঢ় শান্ত জলাশয়
যা অনন্ত শক্তির আধার
একই সঙ্গে নির্মল, সজীব, তেজস্ক্রিয়া
পৃথিবী, মা আর কালখণ্ড রূপ কাল
কেবল সত্যের স্বরূপ দেখার, জন্য এই অপেক্ষা
২
আমি স্ট্রবেরির স্বপ্নে ঘুমাতে চাই,
মৃত্যুর ভূমি থেকে তীব্র হিংসা প্রত্যাহার করতে
ওই শিশুটির স্বপ্নের ঘুম হতে চাই
যে সমুদ্রের উপরে তার হৃদয় কেটে দিতে চেয়েছিল।
লড়াকু মৃতদের রক্ত নিঃশেষ হয় না,
পদ্মফুল মাটি আর জলের জন্য প্রফুল্ল, সুন্দর।
সতেজ ঘাসের নির্যাতন সম্পর্কে জানায় সময়,
তীব্র হিংসার যাবতীয় চিহ্ন আগলা মাটির গায়ে একে দিতে
সাপের নীল বিষের নেশায় ডুবতে ডুবতে
শীতল স্নিগ্ধ ভোর তীব্র প্রজ্বলিত হওয়ার শপথ নিয়ে ছিল।
তারপর এইটুকু সময় একটু ঘুমাতে চাই,
এক মুহূর্ত, এক মিনিট, একটা শতাব্দী, বিবর্ণ প্রণয়ীর ঠোঁটে
স্থিতিশীল সময় থমকে আছে –
যে কান্নার তীব্র ছায়া, একটি পর্দার আবরণে জড়িয়ে ভোরের অপেক্ষায়